ভোট গ্রহণ পরিচালনার সময় মারা গেছেন সহকারী প্রিসাইডিং অফিসার এমদাদুল হক। বুধবার (২৯ মে) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এমদাদুল হক এলজিইডি হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী।
ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত এমদাদুল হক বুধবার ভোরে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সকাল নয়টার দিকে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমদাদুল হকের সহকর্মী বাশার জানান, এমদাদুল এক যুগের বেশি সময় ধরে হবিগঞ্জে চাকরিতে ছিলেন। তার বাড়ি পাবনায়। এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় অফিস চত্বরে জানাজা শেষে মরদেহ পাবনায় পাঠানো হয়।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
