Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

নিউইয়র্কে পোশাক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠান

নিউইয়র্কে পোশাক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠান ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় বস্ত্র ও পোশাক প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড এবং অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ৮টি প্রতিষ্ঠান। তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্রের প্রদর্শনীতে অংশ নিতে দেশি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আগামী ১৯ জুলাই বুধবার নিউইয়র্ক সিটির জাভিটস কনভেনশন সেন্টারে তিন দিনের এই প্রদর্শনী শুরু হবে।

জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট প্রদর্শনীর আয়োজন করছে। সংস্থার বাংলাদেশ অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের রপ্তানি আদেশ এবং এ সংক্রান্ত আলোচনার সুযোগ পাবে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিতে প্রদর্শনী কেন্দ্রে উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্কাইরোস ট্রেডিং লিমিটেড, কারুপণ্য রংপুর, নিউ এশিয়া ফ্যাশন, এ আর জিন্স প্রডিউসার, ভয়েজার অ্যাপারেলস, জিসাস ফ্যাশন, ওয়েলস্ট্যান্ড অ্যাপারেল ও এন্ট্রাস্ট টেক্সটাইল।

চীন, ভিয়েতনামসহ বস্ত্র ও পোশাক রপ্তানিকারক ২৬ দেশের প্রায় এক হাজার প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স