Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


নিউইয়র্কে সেরা পুলিশ অফিসারের একজন বাংলাদেশি অর্পণ সিনহা 

নিউইয়র্কে সেরা পুলিশ অফিসারের একজন বাংলাদেশি অর্পণ সিনহা  অর্পণ সিনহা। ছবি: টুইটার



 
বাংলাদেশের সিলেটে জন্ম অর্পণ সিনহার। ১৪ বছর বয়সে পারি দিয়েছেন সুদূর আমেরিকায়। আর সেখানে গিয়েই তিনি তার স্বপ্নের অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। চাকরি শুরু করেছেন নিউ ইয়র্ক সিটি পুলিশে।
অর্পণের কর্মগুণে এখন তিনি সেখানকার বাংলাদেশি অধিবাসীদের কাছে অনুপ্রেরণার অন্য এক নাম। তাকে নিয়ে শুধু বাংলাদেশি কমিউনিটিই নয় পুরো সাউথ এশিয়ান কমিনিটিও উচ্ছ্বসিত।  

অর্পণ নিজ দায়িত্ব পালনে বিশেষ পারদর্শিতা দেখিয়ে চলছেন।

পাশাপাশি তিনি সাবলীল কথা বলতে পারেন ৪টি ভাষায়, যা নিউ ইয়র্কে প্রশংসা কুড়িয়েছে। বাংলা, ইংরেজির পাশাপাশি তিনি কথা বলতে পারেন হিন্দি ও উর্দুতেও। এছাড়া মণিপুরী তার মাতৃভাষা। 

বাংলাদেশে অবস্থিত আমেরিকা দূতাবাসের ফেসবুক পেইজে বলা হয়, অর্পণ নিউইয়র্কের সেরা পুলিশ কর্মকর্তাদের একজন।

আরো বলা হয়, অর্পণ সাবলীলভাবে কথা বলতে পারেন কয়েকটি ভাষায়, নতুন প্রজন্মের বাংলাদেশি কর্মকর্তাদের কাছে তিনি অনুপ্রেরণার। আমেরিকার স্বপ্নের এক বাস্তব উদাহরণ!

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স