Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এখনও কাটেনি, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এখনও কাটেনি, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তবে এখনও বাংলাদেশ থেকে বিদায় নেয়নি। ফলে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তাই দেশের তিন সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২৮ মে (মঙ্গলবার) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেয়া সবশেষ আবহাওয়া পরিস্থিতিতে এ তথ্য জানা যায়।
 
বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল লঘুচাপে পরিণত হয়ে সিলেট ও তৎসংলগ্ন আসাম এলাকায় অবস্থান করছে। তবে লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
 
এ জন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
  
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 
২৬ মে (রবিবার) রাত ৯টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর তাণ্ডব চালিয়ে পটুয়াখালীর খেপুপাড়া ও বাগেরহাটের মোংলা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে সোমবার (২৭ মে) দুর্বল হতে থাকে এটি। ফলে সোমবার ভোর থেকে সারা দেশেই অনবরত ঝরতে থাকে বৃষ্টি। ছিল দমকা হাওয়াও।
 
মঙ্গলবার সকালেও এর প্রভাব ছিলো। তবে ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপে পরিণত হওয়ায় ঝড়বৃষ্টি কমে আসে।   

ঠিকানা/এএস  

কমেন্ট বক্স