অভিনেত্রী নিপুণ আক্তারকে বয়কট করা হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত নিপুণকে নিয়ে সিদ্ধান্ত বদলেছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। বৈঠকে প্রাথমিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিলেও পরে সেখান থেকে সরে আসেন সংগঠনের নেতারা।
২২ মে (বুধবার) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১৯ সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ ইকবাল ও শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তায়েব।
ডি এ তায়েব, ‘শিল্পী সমিতির সঙ্গে ১৯ সংগঠনের পরিচিত ও মতবিনিময় সভা ছিল আজ। আপনারা জানেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এখন বিজ্ঞ আদালতের বিষয়। আদালতের ওপর আমরা শ্রদ্ধাশীল। সেটা আমরা আইনের মাধ্যমেই মোকাবিলা করবো।’
তিনি আরো বলেন, ‘যেহেতু চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই অশালীন কথাবার্তা বলছে। ফলে শিল্পী সমাজের মানক্ষুন্ন হচ্ছে। সে বিষয়টি আমরা ১৯ সংগঠনের কাছে উথ্থাপন করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। পরবর্তীতে যেনো এসব বিষয় আর না হয়।’
এদিকে ইকবাল বলেন, ‘আজকে ১৯ সংগঠনের মতবিনিময় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে শিল্পী সমিতির চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশৃঙ্খল কথাবার্তা বলায় দুই পক্ষকে ১৯ সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। যেন ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তারা যেন সতর্ক থাকে। আমার এফডিসিতে কোনোরকম ঝামেলা চাই না আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’
এদিকে বৈঠকের আগে নিপুণের শাস্তির দাবিতে গতকাল দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা মিছিল হয়। সেখানে মূলকথা ছিল, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি দাবি’। বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী এতে অংশ নেন।
ঠিকানা/এসআর