Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
এমপি আজিম-কন্যার আবেগঘন স্ট্যাটাস

আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল, তাই না

আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল, তাই না ছবি সংগৃহীত
ভারতে গিয়ে নিহত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (২২ মে) রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন ওই স্ট্যাটাস দেন ডরিন।

ডরিন লিখেছেন, ‘আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল, তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কত কষ্ট পেয়েছ, এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এত আঘাত, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’

স্ট্যাটাসটি দেওয়ার পর মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক ও দুই শতাধিক কমেন্টস পড়ে।

এদের মধ্যে আমির হামজা নামের এক ব্যক্তি লিখেছেন, এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে, ভাবতেও ভয় লাগছে।

এস সাদিয়া সাবরিন সারা নামের আরেকজন লিখেছেন, ‘এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের একটাই দাবি, যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও গণসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হোক।’

গত ১২ মে দুপুরে এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। ১৫ মে থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে ২২ মে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

এ খবর চাউর হওয়ার পরই বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় যান এমপি আজিমের মেয়ে ডরিন। এ সময় ডিএমপির ডিবিপ্রধানের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এমপি আজিম ঝিনাইদহ-৪ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স