Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

লেভারকুসেনকে হারিয়ে ইউরোপা চ্যাম্পিয়ন আতালান্তা

লেভারকুসেনকে হারিয়ে ইউরোপা চ্যাম্পিয়ন আতালান্তা ছবি সংগৃহীত


৫১ ম্যাচ পর অবশেষে জয়রথ থামল লেভারকুসেনের। ইউরোপা লিগের ফাইনালে বুধবার (২২ মে) রাতে আদেমলা লুকমানের হ্যাটট্রিকে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরেছে লেভারকুসেন।

গত বছরের ২৮ মের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনফিকার রেকর্ড টপকে ৫১ ম্যাচ ধরে অপরাজিত ছিল লেভারকুসেন। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন আতালান্তার নাইজেরিয়ান ফুটবলার।

লেভারকুসেনকে মৌসুমের প্রথম হার উপহার দেওয়া ম্যাচটি ৬১ বছর পর শিরোপা স্বাদ এনে দিয়েছে আতালান্তাকে, যেটি ক্লাবটির প্রথম ইউরোপিয়ান শিরোপাও বটে। পাশাপাশি আতালান্তার দুর্দান্ত এ জয় জানিয়ে দিল, লেভারকুসেনও হারতে জানে। নয়তো হারের স্বাদ কেমন, সেটা তো ভুলেই গিয়েছিল চলতি মৌসুমে একের পর এক রেকর্ড ভাঙা ক্লাবটি।

ম্যাচ শেষ হওয়ার আগেই উদ্‌যাপনে মেতেছিলেন বেঞ্চে থাকা আতালান্তার খেলোয়াড়েরা। বিপরীতে ম্যাচ শেষ হতেই মৌসুমে প্রথমবারের মতো হতাশার চিত্র দেখা গেল লেভারকুসেন শিবিরে। চলতি মৌসুমে এর আগে কোনো ম্যাচেই এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়নি জাবি আলোনসোর দলকে।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ১২ মিনিটেই জালের দেখা পেয়ে যায় আতালান্তা। ডান প্রান্ত থেকে আসা আক্রমণ ঠেকাতে পারেনি লেভারকুসেন। জাপাকোস্টা বল বাড়িয়ে দেন ডি বক্সের ভেতর। মুহূর্তেই দৌড়ে গিয়ে তাতে শট নেন লুকমান।

২৬ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন লুকমান। মধ্যভাগের একটু সামনে বল পেয়ে লেভারকুসেনের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার নেওয়া আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি মাতেজ কোভার। লিড তখন ২-০ গোলের। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় লেভারকুসেন। এ সময় বলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে তারা, শাণায় কয়েকটি আক্রমণও। তাদের পরিবর্তে উল্টো গোল করে বসে আতালান্তা। ৭৫ মিনিটে কোভারের ওপর দিয়ে নেওয়া শট চোখের পলকেই জাল খুঁজে নেয়, হ্যাটট্রিক পূর্ণ হয় লুকমানের।

এবারের মৌসুমে ইউরোপা লিগের ১১ ম্যাচে এটা তার পঞ্চম গোল, ১ গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে আতালান্তার হয়ে এ মৌসুমে ৪৩ ম্যাচে ১৫ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার।

শেষ দিকে লেভারকুসেন চেষ্টা করেও পায়নি সান্ত্বনাসূচক গোলটি। শেষ পর্যন্ত ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙার হতাশা নিয়েই মাঠ ছেড়েছে তারা। আর লেভারকুসেনের হতাশার বিপরীতে ইতিহাস গড়ার আনন্দে মেতেছে আতালান্তা।

ট্রেবল জেতার সুযোগ হারালেও এখনো ডাবল জয়ের সুযোগ আছে লেভারকুসেনের। আগামী রোববার জার্মান কাপের শিরোপা জয়ের লক্ষ্যে কাইজারস্লাটার্নের বিপক্ষে মাঠে নামবে তারা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স