Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


কমিউনিটি অপ-এড

‘সামার অফ অপরচুনিটি’র দিকে নিয়ে যাবে ‘স্প্রিং জবস স্প্রিন্ট’

‘সামার অফ অপরচুনিটি’র দিকে নিয়ে যাবে ‘স্প্রিং জবস স্প্রিন্ট’



 
সিটি মেয়র এরিক অ্যাডামস কমিউনিটি অপ-এডে লিখেছেন, নিউইয়র্ক সিটি দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণের মধ্যে রয়েছে। এখন চাকরি ও সুযোগ তৈরির ক্ষেত্রে রেকর্ডের পর রেকর্ড ভাঙছে এই শহর। মাত্র গত সপ্তাহে আমরা আমাদের শহরে বেসরকারি খাতের চাকরির জন্য আরেকটি রেকর্ড উদ্যাপন করেছি। এর মাধ্যমে বেকারত্ব ৪.৮ শতাংশে নেমে এসেছে। ইক্যুইটি ফ্রন্টেও সুসংবাদ রয়েছে, কৃষ্ণাঙ্গদের বেকারত্ব অর্ধ দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যা ২০২২ সালের শুরু থেকে ২৬ শতাংশ কমেছে।
কোন প্রশ্ন নেই: আমাদের অর্থনীতি শক্তিশালী। তবে আমরা আমাদের সাফল্যের উপর ভিত্তি করে এবং সবার জন্য সুযোগের পরিধি প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই আমরা আমাদের ‘স্প্রিং জবস স্প্রিন্ট’ ঘোষণা করছি, যা নিউইয়র্কবাসীকে চাকরির সাথে সংযুক্ত করার জন্য একটি সর্বাত্মক প্রচেষ্টা।
আমরা শুধু অপেক্ষা করছি না- আমরা লোকেদের চাকরি নিয়ে আসছি। 
প্রতি মাসে, আমরা পাঁচটি বরোজুড়ে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের চাকরির সুযোগ নিয়ে হায়ারিং হলের আয়োজন করি।
বিভিন্ন  শ্রেণির নিউইয়র্কবাসীকে যুক্ত করতে এবং তাদের উপযুক্ত হাজার হাজার শহর সরকারের চাকরির জন্য আবেদনে সহায়তা করতে আমরা সম্প্রতি মাল্টি-মিডিয়া বিজ্ঞাপন প্রচারাভিযান ‘রান দিস টাউন’ চালু করেছি। ‘জবস এনওয়াইসি’ চালু করার পরে এই ঘোষণাটি অর্থনৈতিক সুযোগের বাধাগুলো কমাতে এবং উচ্চ বেকারত্বের সম্মুখীন কমিউনিটিগুলোতে সরাসরি কর্মশক্তি উন্নয়ন পরিষেবা সরবরাহ করার শহরব্যাপী একটি বহুমুখী প্রচেষ্টা।
আমাদের তরুণ-তরুণী বিশেষ করে কালার তরুণ-তরুণীদের জন্য আমরা একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, সামার রাইজিং এবং গ্রীষ্মকালীন যুব কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে তাদের আবেগ আবিষ্কার করতে সাহায্য করছি। আমাদের গ্রিন ইকোনমি অ্যাকশন প্ল্যান পরিবার-টেকসই ক্যারিয়ারের বাস্তব পথের সাথে ভবিষ্যতের অর্থনীতি গড়ে তুলছে।
আমাদের উদ্দেশ্য? আমরা চাই ‘স্প্রিং জবস স্প্রিন্ট’ আমাদের শহরকে পূর্ণ কর্মসংস্থান এবং নতুন করে আশাবাদ ও শক্তির অনুভূতিসহ একটি ‘সামার অফ অপারচুনিটি’র দিকে নিয়ে যাবে।
রেড হুকে ব্রুকলিন মেরিন টার্মিনাল রূপান্তরের সাম্প্রতিক ঘোষণার মতো আগামী সপ্তাহগুলোতে আমরা নতুন বিভিন্ন প্রকল্প ঘোষণা করব যা এখন ও ভবিষ্যতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবে। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় শহরের রিয়েল এস্টেট লেনদেনের এই রেড হুক চুক্তি নিউইয়র্ক সিটিকে ব্রুকলিন উপকূলরেখার গুরুত্বপূর্ণ ১২০ একরের উপর একটি আধুনিক সামুদ্রিক বন্দর তৈরি করার অনুমতি দেবে। এই বিশাল নতুন সুযোগ জোনে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিলিয়ন বিলিয়ন অর্থনৈতিক প্রভাব তৈরি করার এবং আমাদের সবচেয়ে আইকনিক সামুদ্রিক কমিউনিটিগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করার সম্ভাবনা রয়েছে।
কুইন্সের উইলেটস পয়েন্টে আমাদের সাম্প্রতিক-ঘোষিত পুনঃউন্নয়নের মতো, রেড হুক ওয়াটারফ্রন্ট প্রকল্প বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহরের জন্য একটি রূপান্তরমূলক নতুন যুগের সূচনা করবে। এর সবই চাকরি দিয়ে শুরু হয়। কারণ একটি চাকরি কেবল পে-চেকের চেয়ে বেশি। ভালো চাকরি আমাদের অর্থবোধ তৈরি করতে এবং কমিউনিটিগুলোকে স্বাচ্ছন্দ্যবোধ ফিরিয়ে দিতে সাহায্য করে। তারা মজবুত পরিবার এবং প্রাণবন্ত পাড়ার ভিত্তি।
নিউইয়র্ক সিটি সবসময় এমন একটি জায়গা যা আপনি তৈরির জন্য যেকোনো সময় কাজ করতে পারেন। এই গ্রীষ্ম আমাদের শক্তিশালী অর্থনীতি এবং আমাদের উচ্চাভিলাষী কাজের এজেন্ডা তুলে ধরবে। আমাদের শহরটি মহামারি চলাকালে হারানো প্রায় ১ মিলিয়ন চাকরি ফিরে পায়নি। আমরা ভবিষ্যতের অর্থনীতি তৈরির মাধ্যমে তা করেছি।
আসুন এই গ্রীষ্মে ক্রমবর্ধমান উন্নয়নের জোয়ার উদ্যাপন করি যা সমস্ত নৌকাকে ভাসিয়ে দেয় এবং সকলের জন্য সুযোগের একটি নতুন কোর্স চার্ট তৈরি করি।

কমেন্ট বক্স