Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি





 
রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে যাওয়া আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে এ ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। ভবন থেকে পড়ে যাওয়া তিন শ্রমিকের কেউ আর বেচেঁ নেই।

নিহত শ্রমিকরা হলেন- আলতাবুর, অন্তর ও মফিজুল। সর্বশেষ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল।

১৭ মে (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা। তিনি বলেন, বাসাবোর একটি নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে আলতাবুর ও অন্তর নামে দুই শ্রমিক সকালে মারা যান। এ ঘটনায় শ্রমিক মফিজুল গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মফিজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলতাবুর ও অন্তরের মরদেহ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স