Thikana News
১৯ মে ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ মে ২০২৪

ফ্লোরিডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮

ফ্লোরিডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮ ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। ১৪ মে (মঙ্গলবার) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।

ফ্লোরিডা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে অনেক শ্রমিক ছিলেন। তারা ডানেলনের ক্যানন ফার্মে যাচ্ছিলেন।

তাদের বহনকারী বাসটি গেইনসভিলের প্রায় ৪৫ মাইল দক্ষিণে পৌঁছালে বিপরীত দিক থেকে আরেকটি বাস সামনে এসে পড়ে। এ সময় বাস দুটি একে অপরকে পাশ কাটানোর চেষ্টা করলে একটি বাস রাস্তা থেকে ছিটকে যায়। একটি বেড়ার ভেতর দিয়ে সামান্য দূরে গিয়ে উল্টে যায় বাসটি। 
 
এ ঘটনায় ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।  
 
ফ্লোরিডা হাইওয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা এখনও স্পষ্ট নয় যে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে। 
 
এদিকে মঙ্গলবার সকালে ক্যানন ফার্মস সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে তারা সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলেও জানায় প্রতিষ্ঠানটি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স