Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯ জনের 

যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯ জনের  ছবি : সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগের সভাপতি জামাল হোসেন ওরফে বাক্কা জামাল হত্যা মামলায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুসহ ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। ১২ মে ((রবিবার) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

মামলা বিবরণে জানা যায়, ২০১৬ সালে ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল হোসেন ওরফে বাক্কা জামালকে ঢাকায় যাওয়ার পথে চৌদ্দগ্রামের পদুয়া এলাকা থেকে ধরে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় জামালের বোন জোহরা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আদালতের পি পি অ্যাডভোকেট জহিরুল হক সেলিম জানান, এ হত্যা মামলায় ৯ জন আসামির মৃত্যুদণ্ড এবং ৯ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স