Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ছবি সংগৃহীত
গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাবি ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী হলে গেস্টরুমে বসা নিয়ে ছাত্রলীগের হল কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে হল কমিটির সহসভাপতি আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। আতিকুর রহমান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।

দুজনের মধ্যে কথা-কাটাকাটির সূত্র ধরে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাবিতে অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স