বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএসএ ইনক (বাফস) ও ৬৬ প্রিসেন্ট কমিউনিটি কাউন্সিলের ব্রুকলিন মেলা আগামী ১৯ মে রোববার। ইতোমধ্যে মেলার প্রস্তুতি নেয়া হয়েছে। মেলার প্রস্তুতি নিয়ে মেলার আয়োজকরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন। সেখানে তারা তুলে ধরেছেন তাদের প্রস্তুতির অগ্রগতি নিয়ে। প্রতিবছর তারা মেলার আয়োজন করে থাকেন। মেলার প্রস্তুতি নিয়ে আয়োজকরা জ্যাকসন হাইটসের মান্নান শেফ মহলে ৬ মে সোমবার সংবাদ সংম্মেলনে তারা বলেন, আমরা নবমবারের মতো বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএসএ ইনক (বাফস) ও ৬৬ প্রিসেন্ট কমিউনিটি কাউন্সিলের যৌথ আয়োজনে চার্চ অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ ব্রুকলিন পথ মেলা। যেখানে বিভিন্ন পরিবেশনা নিয়ে দেশে বিদেশের স্বনামধন্য সব গায়ক গায়িকারা উপস্থিত থাকবেন।
আরো জানানো হয়, মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা আবু জাফর আহমেদ। গেস্ট অব অনার হিসাবে থাকবেন ডা. হামদিুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ হানিফ এবং এটর্নী মঈন চৌধুরী।
এই পথ মেলার চেয়ারম্যান হিসাবে রয়েছেন সৈয়দ এস এম রেজা, প্রধান উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী, চিফ কো অর্ডিনেটর নুরুল আজিম, কো চেয়ারম্যান আবছার উদ্দিন, উপদেষ্টা মনির আহমেদ, কামাল হোসেন মিঠু, কো অর্ডিনেটর আহসান হাবিব, যুগ্ম সাংস্কৃতিক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার, সাংস্কৃতিক চেয়ারম্যান অনিক রাজ, সদস্য সচিব ফিরোজ আহমেদ। মেলার মূল দায়িত্ব পালন করবেন সংগঠনটির সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস।
মেলায় কোভিড-১৯ সম্মাননায় ভূষিত হবেন কমিউনিটির বিশিষ্টজনেরা। প্রাতিষ্ঠানিকভাবেও দেয়া হবে সম্মাননা।
আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি সুষ্ঠু, সুন্দর পরিবেশে উৎসবমুখর এই মেলার আয়োজন করতে পারবো। এই মেলার মাধ্যমে একটি চমৎকার মিলন মেলার সৃষ্টি হবে। দেশীয় সংস্কৃতি চর্চার এক অনন্য আয়েজন সবাইকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। তারা মেলার সফল করার জন্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, পৃষ্ঠপোষক, ব্যবসায়ী, দর্শনার্থীসহ মিডিয়ার সকলের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাজী আজম, ফিরোজ আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, শাহনেওয়াজ, আলমগীর খান আলম, গিয়াস উদ্দিন প্রমুখ। এছাড়াও মেলা আয়োজনের সাথে সম্পৃক্ত সৈয়দ এস এম রেজা, নুরুল আজিম, আবছার উদ্দিন, মনির আহমেদ, কামাল হোসেন মিঠু, আহসান হাবিব, জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার, অনিক রাজ, ফিরোজ আহমেদ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। মেলার অনুষ্ঠানে এছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত থাকনে। সেখানে থাকবে বিভিন্ন স্টল। স্টলে থাকবে রকমারী সব আয়োজন। মেলায় দশনার্থীরা আসবেন ও এই আয়োজনকে সফল করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।


ঠিকানা রিপোর্ট


