Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা ছবি সংগৃহীত



 
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (৮ মে) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

তবে কয়েক জায়গায় জাল ভোট, ব্যালট কেড়ে নিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । অনেক স্থানে এসব অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন ভোট গ্রহণ কর্মকর্তারাও। তবে আশঙ্কা থাকলেও ভোট ঘিরে বড় কোনো গোলযোগ হয়নি।

বুধবার মধ্যরাত পর্যন্ত ১৩৯টির মধ্যে ১৩৬ উপজেলার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১৬ উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিজয়ী হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র থেকে ৮ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয় জনসংহতি সমিতির (জেএসএস) ২ জন, ইসলামী আন্দোলনের ১ জন ও আল ইসলামের ১ জন বিজয়ী হয়েছেন। বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাদের ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে ভোটে অনিয়মের চেষ্টার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ২৮ ঘটনার সংক্ষিপ্ত বিচার করা হয়। সর্বোচ্চ দেড় বছরের কারাদণ্ডসহ বিভিন্ন অঙ্কের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে ৩১ জনকে।

এই নির্বাচনে ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের তালিকা তুলে ধরা হলো।

ঢাকা

ঢাকার নবাবগঞ্জে নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও দোহারে আলমগীর হোসেন উপজেলা চেয়াম্যান নির্বচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির (জাপা) সহসভাপতি মাকসুদ হোসেন আনারস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গাজীপুর

গাজীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ইজাদুর রহমান মিলন। কাপাসিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমানত হোসেন খান। কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন স্বপন।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিঙ্গাইরে আওয়ামী লীগের সায়েদুল ইসলাম চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন। হরিরামপুরে আওয়ামী লীগের দেওয়ান সাইদুর রহমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার চায়না নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. আনোয়ার আলী মোল্যা।

শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়ায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মামুন শিকদার পেয়েছেন ২০ হাজার ৫২৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. আলমগীর ফকির তালা প্রতীকে ২৮ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী পেয়েছেন ২৪ হাজার ৮৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা মনি হাঁস প্রতীকে ৩৮ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রাবেয়া আক্তার পেয়েছেন ৯ হাজার ২৫৬ ভোট। এ ছাড়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা কলস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন খন্দকার সাইফুল ইসলাম বুরো। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৭৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হাসান ওদুদ। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৪২ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম সাইফুল মোরশেদ। নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিলরুবা পারভিন।

কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আলিউজ্জামান চৌধুরী টিটো। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৫৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৯০০ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান সুমন। নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছা. শারমিন আক্তার।

নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা (মোটরসাইকেল) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান সাজ্জাদ (কৈ মাছ)। ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভুইয়া এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জাকিয়া সুলতানা জবা নির্বাচিত হয়েছেন।

কলমাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল কদ্দুছ বাবুল (দোয়াত-কলম) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান চয়ন (ঘোড়া প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোছা. রুনা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন।

কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছর, কুতুবদিয়ায় ব্যারিস্টার হানিফ বিন কাশেম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে (ঘোড়া) পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শের আলম। তিনি (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।

নাসিরনগরে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমা আক্তার। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সদ্য বহিস্কৃত নেতা ওমরাও খান (আনারস)। তিনি পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

বান্দরবান

বান্দরবান সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে মো. আব্দুল কুদ্দুছ (বহিষ্কৃত জেলা বিএনপির সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা) ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আলীকদম উপজেলায় দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন (আওয়ামী লীগ) ৯ হাজার ৪৭০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি

রাঙামাটি সদর উপজেলায় ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী অন্ন সাধন চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট বিপ্লব চাকমা পেয়েছেন ১০ হাজার ২৯ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে পলাশ কুসুম চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে রীতা চাকমা। তারা দুজনই জনসংহতি সমিতি সমর্থিত।

কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সামশুদ্দোহা চৌধুরী (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী ঘোড়া প্রতীকের মং সুই ইউ চৌধুরী। ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন লাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাউ মারমা।

বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বিধান চাকমা (দোয়াত-কলম) পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সন্তোষ কুমার চাকমা। ভাইস চেয়ারম্যান পদে জ্ঞান জ্যোতি চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা বিজয়ী হয়েছেন।

জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান চৌধুরী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৩৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার (প্রজাপতি) বিজয়ী হয়েছেন।

লাকসামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস ভুইয়া (আনারস) ৮১ হাজার ৩৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মহব্বত আলী (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পড়শী সাহা (পদ্ম ফুল) বিজয়ী হয়েছেন।

মেঘনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম তাজ (আনারস) ১৮ হাজার ৬০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আবুল কালাম (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা শিরিন (হাঁস) বিজয়ী হয়েছেন।

চাঁদপুর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে (দোয়াত-কলম) নির্বাচিত হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালকুদার (আওয়ামী লীগ)। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মনজুর হোসেন (আনারস) পেয়েছেন ১৬ হাজার ১১৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শওকত হোসেন বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি।

মতলব উত্তরে মোহাম্মদ মানিক (ঘোড়া) ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন (আওয়ামী লীগ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রিয়াজউদ্দিন রিয়াজ আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লাভলী চৌধুরী। মতলব দক্ষিণ উপজেলায় অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপপিরিচ) এবং কমলনগরে মাওলানা খালেদ সাইফুল্লাহ (মোটরসাইকেল) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অনিল বনিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বগুড়া

বগুড়ার সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন, সারিয়াকান্দিতে সাখাওয়াত হোসেন সজল ও গাবতলীতে অরুন কান্তি রায় সিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন আনারস প্রতীকে ৪৭ হাজার ৮০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ ইউসুফ জুয়েল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৯৮৪ ভোট। 

কাজীপুরের বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল সিরাজী আনারস প্রতীকে ৪৫ হাজার ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬০৪ ভোট।

বেলকুচিতে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীকে ৫৪ হাজার ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান ফকির মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩৫৭ ভোট।

পাবনা

পাবনার সুজানগর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকের আব্দুল ওহাব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন।

সাঁথিয়া উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. সোহেল রানা খোকন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. আশরাফুজ্জামান টুটুল।

নাটোর

নাটোর সদর উপজেলায় তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। কাপ-পিরিচ প্রতীকে তিনি ৩৪ হাজার ৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম পেয়েছেন ৩১ হাজার ৮৫৩ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আওয়ামী লীগের আব্দুল কাদের ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগ নেতা মো. আবু রেজা মোস্তাফা কামাল পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। আব্দুল কাদের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দ্বিতীয়বারের মতো তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন।

ভোলাহাট উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।

গোমস্তাপুর উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা মোহা. আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

নওগাঁ

নওগাঁর বদলগাছি উপজেলায় চেয়ারম্যান পদে সামসুল আলম খান, ধামইরহাট উপজেলায় আজাহার আলী ও পত্নীতলা উপজেলায় আব্দুল গাফফার চৌধুরী বেসরকারি ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা তিনজনই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান।

দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ চেয়ারম্যান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শাহিনুর রহমান ভাইস চেয়ারম্যান এবং পারুল বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিরামপুরে বিপুল ভোটে পারভেজ কবির চেয়ারম্যান, আতাউর রহমান (চশমা) ভাইস চেয়ারম্যান ও উম্মে কুলসুম বানু মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা এএস মো. শাহনেওয়াজ প্রধান শুভ ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ৯৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ৩৮৭টি।

তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নিজাম উদ্দিন খান। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮৬৫ ভোট।

আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট।

কুড়িগ্রাম

কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারী থেকে কাপ-পিরিচ প্রতীকে মো. শহিদুল ইসলাম শালু , চিলমারী থেকে আনারস প্রতীকে রুকনুজ্জামান শাহিন ও রাজিবপুরে আনারস প্রতীকে মো. শফিউল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

যশোর

যশোরের মনিরামপুর উপজেলায় ৫৯ হাজার ২৭৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন লাভলু (আনারস প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৫২ হাজার ৭১৮ ভোট।

কেশবপুরে ১৮ হাজার ৪৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ (ঘোড়া প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিমা সাদেক (শালিক প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট।

কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলায় মো. আতাউর রহমান আতা (আনারস প্রতীক) ৬৭ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪৮৬ ভোট।

খোকসা উপজেলায় আল মাছুম মুর্শেদ শান্ত (ঘোড়া প্রতীক) ২৫ হাজার ১০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল।

মাগুরা

মাগুরা সদর উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান ও শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগ সদস্য শরিয়ত উল্লাহ রাজন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারুল ইসলাম। মুজিবনগর উপজেলায় আনারস প্রতীকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে আমাম হোসেন মিলু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে আলী মুনছুর বাবু ও জীবননগর উপজেলায় চেয়ারম্যান পদে হাফিজুর চেয়ারম্যান বেসরকারিভাবে পুনর্নির্বাচিত হয়েছেন।

সিলেট

সিলেট সদরে সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমায় বদরুল ইসলাম, গোলাপগঞ্জে মঞ্জুর কাদির শাফি ও বিশ্বনাথে সুহেল আহমদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল হোসেন খান চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৪৩৩ ভোট। আজমিরীগঞ্জে জয়ী হয়েছেন আলাউদ্দিন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এবং শাল্লা উপজেলায় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাশ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ায় মাওলানা ফজলুল হক খান সাহেদ, জুড়ীতে কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখায় আজির উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাজিব আহম্মেদ তালুকদার (কাপ-পিরিচ) ৩৭ হাজার ৫৪৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বাস মুতিউর রহমান (আনারস) পেয়েছেন ৩৫ হাজার ১৫৪ ভোট।

পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলায় এস এম বায়েজিদ হোসেন (দোয়াত-কলম), ইন্দুরকানী উপজেলায় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী (আনারস) ও নাজিরপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন (দোয়াত-কলম) বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

পিরোজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলম সুমন (তালা), নারী ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভীন শানু (পদ্মফুল) বিজয়ী হয়েছেন। ইন্দুরকানী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুল হক দুলাল (তালা), নারী ভাইস চেয়ারম্যান পদে দিলারা পারভীন লাভলী (কলস) বিজয়ী হয়েছেন।

এ ছাড়া টাঙ্গাইলের ধনবাড়ীতে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, নোয়াখালীর সুবর্ণচরে আতাহার ইশরাক সাবাব চৌধুরী, রাজশাহীর গোদাগাড়ীতে বেলাল উদ্দিন সোহেল ও তানোরে লুৎফর হায়দার রশিদ ময়না, বাগেরহাটের কচুয়ায় মেহেদী হাসান বাবু ও রামপালে শেখ মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাটের পাটগ্রামে রুহুল আমীন বাবুল ও হাতীবান্ধায় লিয়াকত হোসেন বাচ্চু এবং ঠাকুরগাঁওয়ের হরিপুরে আব্দুল কাইয়ুম পুষ্প উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স