Thikana News
২৬ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

আদালতে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস 

আদালতে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস  নিউইয়র্ক সিটির ম্যানহাটন অপরাধ আদালতে মঙ্গলবার হাজিরা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন সম্পর্ক গোপন রাখার জন্য ঘুষ প্রদানের  অভিযোগে করা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। আর জনতার সামনে নিজের অবস্থান তুলে ধরতে আদালতে সাক্ষ্য প্রদান করছেন দুজনেই। এরই অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের আদালতে ৭ মে (মঙ্গলবার) মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস। খবর বিবিসির।

ট্রাম্প ও স্টর্মিকে ঘিরে যে চাপা উত্তেজনা ও কামোত্তেজক বর্ণনার রেশ চলেছে, তা এখন ছড়িয়ে পড়েছে আদালতেও। ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিপ্রায়ের যে অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে, সেই মামলায় সাক্ষ্য দিতে প্রথমবারের মতো আদালতে মুখোমুখি হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও স্টর্মি ড্যানিয়েলস।

নিউইয়র্ক সিটির আদালতে এদিন সাবেক পর্ন তারকা হাজির হন কালো ঢিলেঢালা পোশাক পরে। তার চুলগুলো ছিল পিছমোড়া করে বাঁধা। আদালতে ট্রাম্পের দিকে চোখ তুলে তাকাননি স্টর্মি। যখন আসামিকে শনাক্ত করতে বলা হয়, তখন নীল স্যুট পরিহিত সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার এক ঝলক দৃষ্টি বিনিময় হয়।

স্টর্মি ড্যানিয়েলস আদালতে বেশিরভাগ সময় কাটিয়েছেন ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্কের ঘটনা তুলে ধরে, যা এই মামলার মূল আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। এ সময় তাকে আইনজীবীদের করা আপত্তিকর বেশকিছু প্রশ্নেরও মুখোমুখি হতে হয়।

ডোনাল্ড ট্রাম্পকে তার ব্যবসায়িক কর্মকাণ্ডে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ৩৪টি অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। আর এসব অভিযোগের মূলে রয়েছে এই পর্ন তারকাকে এক লাখ ৩০ হাজার ডলার প্রদানের বিনিময়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা করা।

আদালতে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন এবং স্টর্মির সঙ্গে যৌনমিলনের অভিযোগ অস্বীকার করেন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে তিনি মুখ বন্ধ রাখতে স্টর্মিকে অর্থ প্রদান করেছিলেন।

আদালতে সাক্ষ্য দিতে গিয়ে স্টর্মি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বর্ণনা দিচ্ছিলেন, সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা সেটিকে ‘অপমামলা’ হিসেবে উল্লেখ করেন। এ সময় বিচারক জুয়ান মার্চেন বলেন, কিছুর বিষয় না বলাই ভালো হবে। তিনি এ সময় আইনজীবীদের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আলোকপাত না করার জন্য হুঁশিয়ার করে দেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স