Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চুক্তি নিয়ে দরকষাকষি, দলকে ‘অসহযোগিতা’ স্মলির

চুক্তি নিয়ে দরকষাকষি, দলকে ‘অসহযোগিতা’ স্মলির বাংলাদেশ নারী ফুটবলারদের সঙ্গে পল স্মলি। ছবি: ফাইল
বাফুফেতে পল স্মলির পদবি টেকনিক্যাল ডিরেক্টর। ক্ষমতার জোরে তিনি অবশ্য সবকিছুতেই নাক গলান। তাঁর হস্তক্ষেপ সবচেয়ে বেশি নারী ফুটবলে। বয়সভিত্তিক থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে মেয়েদের সঙ্গে নিয়মিতই দেখা যেত স্মলিকে। কিন্তু আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বাংলাদেশ দলের তালিকায় নেই পল স্মলির নাম। 

চুক্তি নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দরকষাকষি করা স্মলি নিজে যেমন থাকছেন না, তেমনি ফিটনেস ট্রেনার ইভান রাজলভকেও দল থেকে সরিয়ে নিয়েছেন। ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে পল স্মলির অসহযোগিতা ফুটবলাঙ্গনে নেতিবাচক প্রশ্নের জন্ম দিয়েছে।

২০১৬ সালে টেকনিক্যাল ডিরেক্টর পদে বাফুফেতে যোগ দেওয়া পল নিজেকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। নারী দলের অনুশীলন সূচি, পরিকল্পনা সবকিছুই হতো তাঁর তত্ত্বাবধানে। মূলত ব্রিটিশ এ নাগরিকের কারণেই গত মে মাসে নারী দলের কোচের চাকরি ছেড়ে দেন গোলাম রব্বানী ছোটন। তার আগে ফেডারেশন সভাপতিকে পলও জানিয়ে দেন তিনি চাকরি করবেন না। কিন্তু নিজে তো সরে যাননি, উল্টো কাজ না করেও গত দুই মাস ধরে বেতন নিচ্ছেন। 

ছোটন সরে যাওয়ার পর এক দিনও মেয়েদের অনুশীলন করাননি। ঢাকায় থাকলেও কেন দলের সঙ্গে নেই স্মলি– এই প্রশ্নের উত্তরে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের ব্যাখ্যা হলো এমন, ‘পলের সঙ্গে সভাপতির একটা আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। পল আসলে থাকবে কি থাকবে না, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। যেহেতু ঝুলে আছে, তাই অবস্থায় পল কোনো ম্যাচে যোগ দেবে না।’

পল না হয় বেতন নিয়ে আলোচনা করছেন, রাজলভের তো এ রকম কোনো সমস্যা নেই। ‘আমরা ওকে (রাজলভ) রেখেছিলাম; কিন্তু পলের কাছ থেকে সিদ্ধান্ত এসেছে, ইভান এখানে থাকবে না। কারণ, পল এখনও আমাদের টেকনিক্যাল ডিরেক্টর, কে থাকবে না থাকবে, সেটা পল সিদ্ধান্ত নেবে। ইভানের নামটা ছিল; কিছুক্ষণ আগে নওমি কথা বলেছে, তখন পল বলেছে থাকবে না’। কিরণের এ কথাতেই স্পষ্ট, এক পলের কাছে কতটা অসহায় বাফুফে।

এসআর

কমেন্ট বক্স