Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করলো হাইকোর্ট

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করলো হাইকোর্ট প্রতীকী ছবি
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬ মে (সোমবার) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, ২১ দিনের জন্য এ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আর রোববার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে।

এর আগে গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ৭ মে (মঙ্গলবার) আসনটিতে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। পাশাপাশি মনোনয়ন যাচাই-বাছাই  ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০-১৪ মে এবং আপিল নিষ্পত্তির সময় আগামী ১৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। আর পরদিন ১৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সবশেষ ৫ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স