কাদিসকে হারিয়ে অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা হারলেই তাদের শিরোপা নিশ্চিত। অবশ্য তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। জিরোনার কাছে হেরে গেছে বার্সা৷ তাতে ৪ ম্যাচ হাতে রেখেই লা লিগার ৩৬তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাবোতে শনিবার (৪ মে) কাদিসকে ৩-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায় রিয়াল। তখন পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা আড়াই ঘণ্টা পর জিরোনার মাঠে হারে ৪-২ গোলে।
গত ডিসেম্বরে ঘরের মাঠেও লা লিগায় জিরোনার কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। অথচ আজ দু-দুবার এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই আন্দ্রেয়াস ক্রিস্টিনসেনের গোলে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধ শেষে করে ২-১ গোলে এগিয়ে থেকে।
কিন্তু দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের এক ঝড়ে বার্সাকে লন্ডভন্ড করে দেয় এবারের লা লিগার চমক জিরোনা। ৬৫ মিনিটে পোর্তুর গোলে সমতা ফেরায় জিরোনা। পর্তুগিজ উইঙ্গার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন কয়েক সেকেন্ড আগেই।
এই গোলের ২ মিনিট যেতে না যেতেই জিরোনাকে ৩-২ গোলে এগিয়ে দেন স্প্যানিশ লেফটব্যাক মিগুয়েল গুতিয়েরেজ। এই গোলেও অবদান ছিল পোর্তুর। শেষ পাসটা যে পোর্তুই দিয়েছেন। ৭৪ মিনিটে আবার গোলের খাতায় নাম পোর্তুর। ২৪ বছর বয়সী খেলোয়াড় বার্সা সমর্থকদের স্তব্ধ করে দারুণ এক ভলিতে জিরোনাকে চতুর্থ গোলটি এনে দেন। তাতেই হার নিশ্চিত হয় বার্সার। অন্যদিকে শিরোপা নিশ্চিত হয় রিয়ালের।
সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল মাদ্রিদের দলটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি।
৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৭। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে জিরোনা, ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


