Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি ছবি সংগৃহীত
দেশের অভ্যন্তরে নাফ নদীতে মাছ শিকাররত ১০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি। তবে বুধবার (১ মে) রাত সাড়ে আটটার দিকে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

এদিন রাত নয়টার দিকে অপহরণের শিকার জেলেরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানান উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

এর আগে বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জানে আলম, আবদুর রহিম, আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম, আইয়ুবুল ইসলাম, শাহীন, আবদুর রহিম প্রকাশ, আবদুর রহমান, পুটিবনিয়া এলাকার ওসমান গণি ও আবুল হাশিম।

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানবীর হোসেন বলেন, অপহরণের শিকার জেলেরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। তারা সবাই সুস্থ আছেন।

ঠিকানা/এনআই  
 

কমেন্ট বক্স