ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বোমা হামলায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে ৮০ বছর সময় লাগতে পারে। ২ মে (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএনডিপি এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরাইলি বোমা হামলায় যে পরিমাণ বাড়িঘর ধ্বংস হয়েছে, এই শতাব্দীতে তা পুনর্নির্মাণ করা সম্ভব নয়। পরবর্তী শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে।
বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে প্রায় ৮০ বছর সময় লাগতে পারে। বর্তমান সংঘাতের ওপর ভিত্তি করে এই অনুমান করেছে ইউএনডিপি। এটি কয়েক দশকের দুর্ভোগ তৈরি করবে।
গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ উল্লেখ করে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, গাজায় সাত মাসের ইসরাইলি বোমা হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। যার ফলে, বিশাল বড় বড় ধ্বংসস্তূপ তৈরি হয়েছে।
ফিলিস্তিনির দেয়া তথ্য অনুসারে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার বাড়িঘর ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। তাদের হামলায় নিহত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরাইল ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন মানুষ। এছাড়া দুই শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। তাদের আগ্রাসনে গাজায় এরইমধ্যে প্রাণ হারিয়েছেন ৩৪ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন ৮০ হাজারের মতো মানুষ।
ঠিকানা/এএস