Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মুস্তাফিজজের আইপিএল অধ্যায় শেষ, হতাশার যা বললেন চেন্নাইয়ের কোচ

মুস্তাফিজজের আইপিএল অধ্যায় শেষ, হতাশার যা বললেন চেন্নাইয়ের কোচ
চেন্নাইয়ে মুস্তাফিজ অধ্যায়ের এবারকার মতো ইতি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটিই এবারের আইপিএলে মুস্তাফিজের শেষ ম্যাচ হতে যাচ্ছে তা আগেই জানা ছিল। শেষ ম্যাচে উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন এই বাংলাদেশি পেসার। তবে দলকে জেতাতে পারেননি এই কাটার মাস্টার। মুস্তাফিজের বিদায় চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে। এবারের আসরে এখন পর্যন্ত অন্যতম সেরা পারফর্মারকে হারানোর পাশাপাশি চেন্নাই ভুগছে ইনজুরি সমস্যায়। অবস্থা এমন বেগতিক যে, একাদশে বোলার রাখাই দায়।

গতকাল ১ মে (বুধবার) পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটে হেরেছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এটিই মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ ছিল। শেষ ম্যাচে ৪ ওভার বল করে একটি মেডেন ওভারসহ ২২ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আজ দেশে ফিরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা মুস্তাফিজের। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শেষের দিকে খেলার কথা তার।

দারুণ পারফর্ম করতে থাকা মুস্তাফিজকে হারিয়ে হতাশ চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। চোট সমস্যা ও মুস্তাফিজের বিদায়ে বোলিং ইউনিট নিয়ে এখন ভীষণ বিপদে আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন দলটি। পাঞ্জাবের বিপক্ষে হারা ম্যাচে মাত্র ২টি বল করেই চোট নিয়ে মাঠ ছাড়েন পেসার দীপক চাহার। চোটের কারণে আরেক পেসার মাথিশা পাথিরানাকেও পায়নি হলুদ জার্সিধারিরা। আর তুষার দেশপান্ডে তো ফ্লুতে আক্রান্ত হওয়ায় মাঠেই যেতে পারেননি।

সমস্যা আছে আরও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার কাজে শিগগিরই শ্রীলঙ্কায় ফিরে যাবেন পাথিরানা ও মাহেশ তিকসানা। রবিবার পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের ফিরতি ম্যাচের আগে তাদের দলে যোগ দেয়া নিয়ে শঙ্কা আছে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে চেন্নাই। হাতে বাকি আর চার ম্যাচ। প্লে-অফে জায়গা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের বিপক্ষে হারের পর দলের বোলিং বিভাগের সমস্যাটা দুশ্চিন্তায় ফেলেছে চেন্নাইকে।

এ ব্যাপারে চেন্নাইয়ের কোচ ফ্লেমিং বলেন, ‘শ্রীলঙ্কান ছেলেরা ভিসার জন্য (দেশে) ফিরবে। আশা করি তাদের কাজটা দ্রুত শেষ হবে এবং আমরা পরের ম্যাচে তাদের পাব। (পাঞ্জাবের বিপক্ষে গতকাল খেলা) রিচার্ড গ্লেসন ভালো করেছে এবং ব্যাপারটা ইতিবাচক। মুস্তাফিজকে হারানোটা হতাশার। (বোলিং বিভাগে) আসলে অনেক কিছুই ঘটছে।’

চাহারের চোট নিয়েও চিন্তিত ফ্লেমিং, ‘দীপক চাহারকে দেখে ভালো মনে হয়নি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে ভালো নেই। ফিজিওদের কাছ থেকে আমি তাই ইতিবাচক খবর পাওয়ার অপেক্ষায় আছি।’

এবারের আইপিএলে চেন্নাইয়ের খেলা ১০ ম্যাচের ৯টিতেই একাদশে ছিলেন মুস্তাফিজ। সেই ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১৪টি। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রম সারতে দেশে ফেরায় মাঝে একটি ম্যাচ খেলতে পারেননি এই বাঁহাতি। 

ঠিকানা/এএস 
 

কমেন্ট বক্স