Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

দৈবদুর্বিপাক

দৈবদুর্বিপাক
কিছুদিন থেকে, উল্টো পথে হাঁটছি।
জেনে বুঝে ঠিক ভেবে এগোয়ই প্রথমে অনেকটা পথ; 
অতঃপর বুঝতে পারি, সিদ্ধান্তটা সঠিক ছিল না!
হাঁটতে গেলে পায়ে ব্যথা অনুভূত হয়!
থামতে চাইলে দাঁড়ানোর জায়গা নেই!
লোকে বলে তাকালে-শকুনির চোখ;
চোখ বুজে নীরব থাকলে আসে দম্ভের অপবাদ!
এ-কাঁধ ও-কাঁধ, সামন-পিছনে কোনোখানেই
স্বস্তি নেই আমার, অস্থিরতার বৈরী আচরণের কারণে।

সময়টা আসলে, সব সময়ই তো সহায় হয় না;
দুঃসময়ের সুযোগে সুযোগ নিতে আসে একের পর এক,
অপ্রত্যাশিত ঘটনা, সহজ-সোজাটাও বাঁকা হয়ে থাকে,
গর্তে পা ঢুকলে, ইঁদুরেরাও দাঁত কেলিয়ে হাসে।

কমেন্ট বক্স