Thikana News
০৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

ক্ষোভ ঝাড়লেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলোর প্রতি খামেনি

ক্ষোভ ঝাড়লেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলোর প্রতি খামেনি ফাইল ছবি
ইসরাইলি বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে। এরই মধ্যে ইরানের সঙ্গে চলছে উত্তেজনা। দখলদার রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আরব দেশগুলোর প্রতি ক্ষোব ঝালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

১ মে (বুধবার) এক বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরব দেশগুলো যে চেষ্টা চালাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্য সংকট সমাধান হবে না। 

খামেনি আরও বলেন, কিছু মানুষ মনে করছেন, প্রতিবেশী দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে জোর করা হলে সমস্যা সমাধান হয়ে যাবে; কিন্তু তারা ভুল করছেন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সোমবার বলেছেন, সৌদি আরব যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তবে ওয়াশিংটনের পক্ষ থেকে নিরাপত্তা প্যাকেজ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। 

গাজায় ইসরাইল হামলা শুরুর আগে সৌদি আরব ও ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গাজায় ইসরাইলি হামলার পর থেকে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। সূত্র: এএফপি

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স