খুচরা দোকানের চুরি বন্ধ করতে চান নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। এই চুরির বিরুদ্ধে তিনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এ জন্য বাজেটেও নতুন ঘোষণা দিয়েছেন। তার এই উদ্যোগের অনেকেই প্রশংসা করেছেন। তাদের একজন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মিলিন্ডা কাটজ।
তিনি বলেছেন, স্টেট বাজেটে খুচরা চুরির বিরুদ্ধে নতুন উদ্যোগের বিষয়ে একটি ঘোষণার জন্য গত সপ্তাহে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে যোগ দিতে পেরে আমি গর্বিত। স্থানীয় ব্যবসা, তাদের কর্মী এবং ক্রেতাদের সমর্থন করার জন্য খুচরা চুরির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ক্ষমতার সবকিছু করতে হবে। একজন খুচরা কর্মীকে লাঞ্ছিত করার অপরাধের জন্য বর্ধিত জরিমানাসহ শপ লিফটিং প্রতিরোধে আমাদের সাহায্য করার জন্য গভর্নর হোকুলকে ধন্যবাদ।


ঠিকানা অনলাইন


