Thikana News
০৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

কেজরিওয়ালকে নির্বাচনের আগে গ্রেফতার কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের

কেজরিওয়ালকে নির্বাচনের আগে গ্রেফতার কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের ছবি : সংগৃহীত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন লোকসভা নির্বাচন শুরুর আগে গ্রেফতার করা হলো তা নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) প্রশ্ন ছুড়ে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আবগারি নীতি মামলায় গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন কেজরিওয়াল। ৩০ এপ্রিল (মঙ্গলবার) ওই আপিল শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইডিকে প্রশ্ন করা হয়, সাধারণ নির্বাচন শুরুর আগে কেন গ্রেফতার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে।

বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ইডির আইনজীবী এসভি রাজুকে প্রশ্ন করেন, জীবন ও স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে অস্বীকার করা যায় না।
 
কেন গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ ব্যাখ্যা করে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, কেন্দ্রীয় সংস্থা এই মামলায় বিচার প্রক্রিয়া না করেই ফৌজদারি কার্যক্রম চালাতে পারে কিনা তা স্পষ্ট করতে হবে।
 
এদিন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, তদন্তকারীদের দাবি অনুযায়ী, দিল্লির সাবেক উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে তারা প্রমাণ পেয়েছে। কিন্তু কেজরিওয়ালের বিরুদ্ধে তেমন কিছু এখনও পাওয়া যায়নি।
 
দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে তদন্ত চললেও কেনো ভোটের আগ মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলো সেই প্রশ্ন তুলেন সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবারের মধ্যে ইডিকে এ বিষয়ে জবাব দেয়ার দেয়ার নির্দেশ দেন আদালত।
 
গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তিনি কারাগার থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকে তিনি তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট ১৫ এপ্রিল ইডিকে নোটিশ জারি করে এবং কেজরিওয়ালের আবেদনের প্রতিক্রিয়া জানতে চায়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স