২০০৯ সালে মুক্তি পায় বহুল আলোচিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমা। এটি যেমন দর্শকমহলে ক্রেজ তৈরি করেছিল, একই সঙ্গে বক্স বক্স অফিসে বিপুল অংকের ব্যবসা করেছিল। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অথচ বলিউডের এই তারকা ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় নাকি অভিনয় করতে চাননি। ভয় পেয়েছিলেন। কিন্তু কেন―এ প্রশ্ন সবার?
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ৪৪ বছর বয়সে মাত্র ১৮ বছরের একজন কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তবে অভিনয়ের আগে বলি তারকার ভাবনা ছিল, এতটা বয়সে এসে একজন কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় কীভাবে নেবেন দর্শকরা? এ কারণে ভয় পেয়েছিলেন তিনি।
এ জন্য প্রাথমিকভাবে সিনেমাটি করতে চাননি তিনি। আর নির্মাতা রাজকুমার হিরানিকে পরামর্শ দেন, অল্প বয়সী তিন অভিনেতাকে নেয়ার জন্য। তবে পরিচালক রাজকুমার ছিলেন নাছোরবান্দা। তিনি যেকোনো ভাবেই বুঝিয়ে আমির খানকে রাজি করান। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এ বলি নায়ক।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে এসে আমির খান বলেন, রাজু আমায় বলেছিল, তুমি এমন অনেক সিনেমাই করেছ যা কখনোই হিট হতো না। তবে তুমি যদি এভাবে গল্পটা বলো, সেটি বিশ্বাস করবে মানুষ। আর তখন প্রথমবার তাকে আমি পুরোপুরি অন্ধবিশ্বাস করি এবং সিনেমাটি করার জন্য অগ্রসর হই। এরপর কী হয়েছিল সেটি সবারই জানা।
তবে রাজকুমার হিরানি কোন লাইনে গল্প বলার কথা বলেছিলেন, এ ব্যাপারেও জানিয়েছেন আমির খান। এ তারকা বলেন, ওই সিনেমার সেই বিখ্যাত লাইনটি বলেছিল যে, সাফল্যের পেছনে ছুটো না, বরং যোগ্য হও। সাফল্য নিজে তোমার পেছনে ছুটে আসবে। বার্তাটিকে কেন্দ্র করেই সিনেমাটির মাধ্যমে নির্মাতা যা বলতে চেয়েছিল, তা তুলে ধরা হয়েছে।
এ ব্যাপারে নায়ককে পরিচালক রাজকুমার তারে জমিন পর, লাগান’র মতো ইত্যাদি সিনেমার কথা মনে করান। যা যখন প্রকাশ হয়, ওই সময় হিট বলে মনে হয়নি। এরপরও কাজ করেছিলেন, কারণ গল্প ভালো লেগেছিল।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় তিনজন ইঞ্জিনিয়ার ছাত্রের গল্প তুলে ধরা হয়। চরিত্রগুলো―রাজু, ফারহান ও র্যাঞ্জ। এটি নির্মাণ করেছিলেন রাজকুমার হিরানি। এতে র্যাঞ্জ চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর, আর মাধবন, শারমান যোশি।
ঠিকানা/এএস