সেলিম জাহান
বেশ কিছুকাল ধরে নিউইয়র্ক বইমেলা হচ্ছেÑসময়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটি একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমি সে বইমেলার প্রতিটিতে গিয়েছি, কিন্তু বিভিন্ন বছরে বেশ কটিতে গিয়েছি। যে কটিতে গিয়েছি, তাতে মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি এবং ঋদ্ধ হয়েছি।
আমার সব সময় মনে হয়েছে নিউইয়র্ক বইমেলা শুধু পুস্তক সম্ভারের মেলা নয়, এটি বাঙালির মিলনমেলা, হৃদয় মেলা, আত্মসত্ত্বার মেলা। যখনই নিউইয়র্ক বইমেলায় গিয়েছি, তখনই কতজনের সঙ্গে যে কত দিন পরে দেখা হয়েছে। এই বইমেলা না থাকলে এমন মিলনক্ষেত্রটি পেতাম কোথা? প্রতিটি মেলায় গ্রহণ করেছি হৃদয়ের উষ্ণতা দিয়ে। যখনই বইগুলোতে আঙুল বুলিয়েছি, তখনই হৃদয়ের ছলাৎ করা শব্দ শুনেছি। মেলা প্রাঙ্গণে বাংলা বই আর বাঙালি মানুষ দেখে মনে হয়েছে এরা সবাই আমার বাঙালি আত্মসত্ত্বার সঙ্গে নাড়ির টানে সংযুক্ত।
শেষের কথা বলি। মেলা চলাকালীন এই বইমেলার প্রবাদপ্রতিম প্রাণপুরুষ বিশ্বজিত সাহার সঙ্গে গল্প করাও আমার এক বড় প্রাপ্তি। জয়তু নিউইয়র্ক বইমেলা।
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                