Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গাজার শাসন ও পুনর্গঠন ইস্যুতে সৌদি আরবে ব্লিনকেন

গাজার শাসন ও পুনর্গঠন ইস্যুতে সৌদি আরবে ব্লিনকেন



 
যুদ্ধ শেষ হয়ে গেলে গাজার শাসন সহ বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্যে বিস্তৃত এক সফরের প্রথম অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এ সপ্তাহের পরের দিকে তার ইসরাইল সফরে যাওয়ার কথা রয়েছে। এই সফরে তিনি গাজায় মানবিক যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে তার উন্নতি ঘটানোর জন্য এ মাসে প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি জানিয়েছেন, সে বিষয়ে সুদৃঢ় এবং বাস্তব পদক্ষেপ নিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। তার আগে রিয়াদে সৌদি আরবের সিনিয়র নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধ শেষ হয়ে গেলে কে গাজা শাসন করবে বা গাজার শাসন ব্যবস্থা কি হবে তা নিয়ে আরবের ৫টি দেশ- কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার কথা রয়েছে ব্লিনকেনের। এ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সঙ্গে আরব দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করবেন ব্লিনকেন। এই প্রচেষ্টায় কীভাবে গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে ইউরোপ সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

ঠিকানা/এসআর  
 

কমেন্ট বক্স