যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে একটি গাড়ি সেতু দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে মাটি থেকে ২০ ফুট উপরে উঠে যায়। একসময় গাছের মগডালে গিয়ে ধাক্কা খায় গাড়িটি। ভয়াবহ ওই দুর্ঘটনায় ভারতীয় তিন নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) রাজ্যটির গ্রিনভিল কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সাউথ ক্যারোলিনার গ্রিনভিল কাউন্টির লেকসাইড রোডের পাশে সন্তন ব্রিজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রেহাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল ও মনীষাবেন প্যাটেল। তারা সবাই ভারতের গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা।
গ্রিনভিল কাউন্টি করোনার অফিস জানিয়েছে, স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়িতে করে যাচ্ছিলেন তারা। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিকের চারটি লেনই অতিক্রম করে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মাটি থেকে ২০ ফুট উপরে উঠে গিয়ে গাছের মগডালে গিয়ে ধাক্কা লাগে।
চিফ ডেপুটি করোনার মাইক এলিস বলেন, এটা স্পষ্ট যে তাদের গাড়ির গতি নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল। তবে এতে আর কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, গাড়িটি গাছের সঙ্গে আটকে ছিল। এটি কয়েক টুকরা হয়ে গেছে।
অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকানা/এনআই