Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 ভক্তদের সুখবর দিলেন এমিনেম

 ভক্তদের সুখবর দিলেন এমিনেম
মার্কিন পপতারকা এমিনেম ভক্তদের সুখবর দিলেন। জানালেন শিগগির মুক্তি পেতে যাচ্ছে তার নতুন স্টুডিও অ্যালবাম। ১২তম এ অ্যালবামের নাম ‘দ্য ডেথ অব স্লিম শ্যাডি’। মার্কিন সংবাদ মাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়। এই গ্রীষ্মেই আসছে নতুন অ্যালবামটি।  

অন্যদিকে নতুন অ্যালবামের ট্রেলার এর মধ্যেই প্রশংসা পাচ্ছে শ্রোতাদের।  ট্রেলার দেখা যায়, একজন ক্রাইম রিপোর্টার এমিনেমের অল্টার ইগো স্লিম শ্যাডির মৃত্যু সম্পর্কে আলোচনা করছেন। তার দাবি, জটিল কথা ও সমালোচিত রাইমের জন্য স্লিম শ্যাডি প্রচুর শত্রু তৈরি করে ফেলেছে। সে সময় হঠাৎ উঠে আসে এমিনেমের ক্যামিও। তিনি জানান, শ্যাডি আসলে কোনো বন্ধু না, সে একজন সাইকোপ্যাথ। মন্তব্য শুনে উপায় বের করেন রিপোর্টার। তিনি বলেন, একই ধরনের কর্কশ লেখা ও সমালোচনাপূর্ণ কথা দিয়েই তাকে ধ্বংস করা যেতে পারে। চলো আমরা পুরনো ঘটনাগুলোকে পুনরায় নির্মাণ করি, যেন স্লিম শ্যাডি মারা যায়।

স্লিম শ্যাডিকে দীর্ঘদিন ধরেই এমিনেমের অল্টার ইগো হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৭ সালে স্লিম শ্যাডি ইপি ও তার দুই বছর পরে দ্য স্লিম শ্যাডি এলপির মধ্য দিয়ে স্লিম শ্যাডির ধারণা সামনে আসে। সাধারণ এমিনেমের সবচেয়ে শক্ত ভাষা ও কঠিন কথাগুলো শ্যাডির মুখ দিয়ে বলানো হয়। এজন্য ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি পরিণত হন সমালোচিত চরিত্রে। গিল্ডি কনসায়েন্স, ৯৭ বোনি অ্যান্ড ক্লাইড ও কিল ইউ গানের সময় তিনি শ্যাডি হয়েই গেয়েছেন।

ঠিকানা/এএস 
 

কমেন্ট বক্স