রাজধানীর বনানীতে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ২৭ এপ্রিল (শনিবার) বিকেলে বনানীর নৌবাহিনী সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টা ২ মিনিটে বনানীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ঠিকানা/এএস



ঠিকানা অনলাইন


