Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গাজার ধ্বংসস্তূপ সরাতে ১৪ বছর লাগতে পারে : জাতিসংঘ

গাজার ধ্বংসস্তূপ সরাতে ১৪ বছর লাগতে পারে : জাতিসংঘ ছবি সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যে ৩৪ হাজার মানুষ সেখানে মারা গেছেন। উপত্যকাটির ৮০ শতাংশেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এই ধ্বংসস্তূপ সরাতে প্রায় ১৪ বছর সময় লাগতে পারে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

শুক্রবার (২৬ এপ্রিল) জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) সিনিয়র কর্মকর্তা পেহর লোধাম্মার এ কথা বলেন।

জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে পেহর লোধাম্মার বলেছেন, যুদ্ধের কারণে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে আছে।

তিনি বলেন, গাজায় কী পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ আছে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তার পরও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষসহ পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ১৪ বছরের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, আমরা জানি, সাধারণত স্থলবাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০ শতাংশ অবিস্ফোরিত ও বিকল অবস্থায় থেকে যায়। ১০০টি ট্রাক ব্যবহার করেও এসব পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে।

চলমান গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিয়মিত উদ্বেগ জানিয়ে আসছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স