Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ছবি সংগৃহীত





 
সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত আটটার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশার রনুজিত সাহার ছেলে পার্থ সাহা (২৩)।

আহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শাহ আলম (৪৫) ও হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশে আসছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাকিদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাক ও সিএনজি থানায় আনার ব্যবস্থা করেছি।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স