জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর মারা গেছেন (ইন্না...রাজিউন)। গত ১৭ এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে কণ্ঠশিল্পী বেবী নাজনীন গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে পেশাগত কারণে জাপান রওনা হন। সেখানেই তিনি তার মায়ের মৃত্যুর খবর পান। দ্রুতই তার ঢাকা ফেরার কথা রয়েছে। তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলে শিল্পীর ঘনিষ্টজনরা জানিয়েছেন।
এদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি ও যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস নেতৃবৃন্দ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।