বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক মহানগর উত্তর ও নিউইয়র্ক মহানগর দক্ষিণের কাউন্সিল গত ২১ এপ্রিল সম্পন্ন হয়েছে। তিনটি কমিটি গঠনের জন্য তিনটি পৃথক নির্বাচন কমিশন গঠন করা হয়। তিনটি স্থানে অনুষ্ঠিত কাউন্সিলে প্রতিটি কমিটির জন্য পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ১৫ জন নেতা।
এর মধ্যে স্টেট বিএনপির সভাপতি হয়েছেন মো. অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। বাকি তিন পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন ভিপি, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আরিফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রইচ উদ্দিন। এই নির্বাচনে পাঁচটি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মহানগর উত্তরে সভাপতি নির্বাচিত হয়েছেন আহবাব হোসেন চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক হয়েছেন ফয়েজ আহমেদ চৌধুরী। নির্বাচিত বাকি তিনজন হলেন সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরী।
নিউইয়র্ক মহানগর দক্ষিণে সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মো. বদিউল আলম নির্বাচিত হয়েছেন। বাকিরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান হোসেইন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন (মৃধা)।
স্টেট নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, অত্যন্ত সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে। বিজয়ী ও পরাজিত সবাই ভোটের ফলাফল মেনে নিয়েছেন। আমরা এই ফলাফল কেন্দ্রে পাঠাব। সেখান থেকে অনুমোদিত হয়ে আসবে।
উত্তরের নির্বাচন কমিশনার মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, অত্যন্ত সুন্দর ও সফলভাবে নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল অনেক ভালো। বিজয়ী ও পরাজিত সবাই ভোটের ফল মেনে নিয়েছেন। যারা পরাজিত হয়েছেন তারাও বিজয়ী প্রার্থীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন। আমরা সফলভাবে নির্বাচন করতে পেরে খুশি। আশা করছি, আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
মহানগর দক্ষিণের প্রধান নির্বাচন কমিশনার এমলাক হোসেন ফয়সাল বলেন, অত্যন্ত সুন্দরভাবে ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। সবাই ভোটের ফলাফলে সন্তুষ্ট। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।
২১ এপ্রিল দুপুর থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে তিনটি নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনাররা ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিজয়ীরা একে অপরকে শুভেচ্ছা জানান। ফলাফল ঘোষণার সময় যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিটি কাউন্সিলে পাঁচটি পদে নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটার ছিলেন মোট ৪১ জন করে। স্টেটে ৪১ জন কাউন্সিলরের মধ্যে মোট ভোট দেন ৯৫ শতাংশেরও বেশি ভোটার। ভোটারদের মধ্যে কয়েকজন বাংলাদেশে অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। নিউইয়র্কে যেসব ভোটার রয়েছেন, তারা ভোট শেষ হওয়ার আগেই নিজ নিজ ভোট দেন। ফলে বেলা সাড়ে তিনটার মধ্যেই দেখা যায়, প্রায় সব ভোটার ভোট দিয়ে ফেলেছেন।
এদিকে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে লং আইল্যান্ডে ফাইভস্টার ব্যাংকুইট হলে, লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের লবিতে এবং লাগোর্ডিয়া প্লাজা হোটেলের হলরুমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। তবে ফলাফল ঘোষণার পর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়ীরা আনন্দ সমাবেশ করেন।
তিনটি কাউন্সিলে পাঁচটি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে ১৫ জন নেতা নির্বাচিত হন। প্রতিটি নির্বাচন কমিশনে চারজন করে কমিশনার ছিলেন।


ঠিকানা রিপোর্ট


