Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে নির্বাচন বন্ধ করা হবে’

উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে নির্বাচন বন্ধ করা হবে’ ছবি : সংগৃহীত



 
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল এই নির্বাচন থেকে বিরত রয়েছে। জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও তারা বলেছে, দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবে না। তারা বাধা দেবে এমন কথা বলেনি। তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। এরপরেও যদি তারা ঘোষণা দেন যে বাধা দেবেন, তখন জাতীয় নির্বাচনে যা করা হয়েছিল তাই করা হবে।

২৪ এপ্রিল (বুধবার) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, জাতীয় নির্বাচন একধরনের বিষয়, আর স্থানীয় সরকার নির্বাচন আরেক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতি থাকে, সে নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, যেখানে নির্বাচন হবে সেখানে যদি কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা সুস্থ নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে ওখানে যে প্রিজাইটিং অফিসার থাকবে তিনিই নির্বাচন বন্ধ করতে পারবে। তিনি যদি কোনো কারণে বন্ধ করতে না পারে বা কারও সঙ্গে আঁতাত হয়ে যায় যে বন্ধ করবে না, তাহলে সহকারী রিটার্নিং অফিসার যে থাকবে তিনিই বন্ধ করতে পারবেন।

আলমগীর আরও বলেন, এর আগে আপনারা দেখেছেন ১২টি উপজেলায় নির্বাচন একধাপে হয়েছে। এবার কিন্তু ৪ ধাপে হবে। তার মানে হলো জেলা প্রশাসনের যত ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ প্রশাসনের যত ফোর্স আছে এছাড়া বিজিবি, র‌্যাব, আনসার সদস্যরা নির্বাচনের কেন্দ্রে দায়িত্বে থাকবে। জাতীয় নির্বাচনে একটা কেন্দ্রে যত ফোর্স দেখেছেন তার চেয়ে বেশি থাকবে।

এসময় জেলা নির্বাচন কমিশনার মতিউর রহমান, জেলা পুলিশ সুপার সরকায় মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স