Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রুমায় ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফ’র ৭ সদস্য আটক

রুমায় ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফ’র ৭ সদস্য আটক ছবি : সংগৃহীত
বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ এপ্রিল (মঙ্গলবার) যৌথবাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), ভান নুন নোয়াম (৩৩), লাল মিন বম (৫০) এবং বান্দরবান সদর উপজেলা লাইমি পাড়ার বাসিন্দা ভান বিয়াক বম (২৩)। 

এর আগে কেএনএফ’র সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাতে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স