Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু ছবি : সংগৃহীত



 
রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।

২৩ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসলে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামে। পরে ডুবরি দলের সদস্যরা তিন কিশোরের মরদেহ উদ্ধার করেন।

এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন নিখোঁজ কিশোরদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স