Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিয়ে না করেও ৩ সন্তান, সংসার ও করছেন মিমি চক্রবর্তী

বিয়ে না করেও ৩ সন্তান, সংসার ও করছেন মিমি চক্রবর্তী
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠেও। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আলাপ’। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। তবে বিয়ে না করলেও ৩ সন্তানের মা মিমি।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন মিমি। টালিউডের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা হয় তাকে। অভিনয় থেকে তার রূপ, স্টাইল বহু ভক্তের মন কাড়লেও তিনি এখনও কারও মনের রানি হতে পারেননি।

ব্যক্তিগত জীবনে এখনও সিঙ্গেল মিমি। কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? এমন প্রশ্ন রীতিমতো বাসা বেঁধেছে তার ভক্তদের মনে। এবার বিয়ের পিঁড়িতে বসার খবর দেওয়ার আগেই জানালেন তিন সন্তানের মা এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে মিমি বলেন, আমি তো সংসার করছি। সবাই বিয়ে বা প্রেমকে তো সংসার বলে সেটা তো আমার আছে। আমার বাবা-মায়ের দায়িত্ব আছে, তিনটি সন্তান আছে। আর কী চাই? আমি ভালোই আছি। তবে যদি পরে কখনো কোনো সম্পর্কে যাই জানাব।

প্রসঙ্গত, চলতি বছরে মে মাসেই মুক্তি পাচ্ছে মিমি অভিনীত সিনেমা ‘আলাপ’। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। সিনেমায় তার বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এছাড়া আরও অভিনয় করেছেন— স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দ। সূত্র : এবিপি আনন্দ

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স