Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ঢাকায় কেন ইসরাইলি বিমান রিজভী প্রশ্ন 

ঢাকায় কেন ইসরাইলি বিমান রিজভী প্রশ্ন 



 
ইসরাইলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের গোপন সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসরাইলি ফ্লাইট ঢাকায় অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির সিনিয়র এ নেতা।

২০ এপ্রিল (শনিবার) নয়া পল্টনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে তিনি এসব অভিযোগ করেন।  
 
এদিন সকাল সাড়ে ১০টার পর থেকে সারা দেশে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। মিছিলের অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা।

এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিরোধী দলের ওপর নির্যাতন করছে।
 
সরকারকে হুঁশিয়ারি করে দলটির নেতারা জানান, গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না। সরকার পতনের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  বিএনপি রাজপথে থাকবে।
 
ক্ষমতাসীনরা ভয় থেকেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করছে দাবি করে রিজভী বলেন, চোরাবালিতে আটকে আটকে গেছে সরকার, যেকোনো সময়ই পতন হবে।
 
‘গণতন্ত্র চায়, বিএনপিসহ এমন সব রাজনৈতিক দলের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার’, যোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা।
 
ঢাকায় কেন ইসরাইলি বিমান- এমন প্রশ্ন রেখে রিজভী অবিযোগ করে বলেন, ইসরাইলের সঙ্গে তলে তলে সম্পর্ক রয়েছে সরকারের। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স