Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে ৩ কন্যা

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে ৩ কন্যা ছবি সংগৃহীত
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে একসঙ্গে এসেছিলেন ঢালিউডের ‘তিন কন্যা’ সুচন্দা, ববিতা ও চম্পা। তারা সম্পর্কে তিন বোন। ষাট-সত্তর-আশি ও নব্বই—এই চার দশক চলচ্চিত্রপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন তারা।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের বিরতির পর ২টা ৪৫ মিনিটে এফডিসিতে আসেন তারা। সহকর্মীরা তাদের দেখে আনন্দিত হয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় বড় বোন সুচন্দা বলেন, ‘আমি অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছি। এফডিসি হচ্ছে আমাদের সংস্কৃতির আঁতুড়ঘর। এখানে শিল্পী সমিতির কোনো বিকল্প নেই। এটা গুরুত্বপূর্ণ সংগঠন।’

চিত্রনায়িকা ববিতা বলেন, ‘এফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম। অনেক দিন পর এসেছি, খুব ভালো লাগছে। নির্বাচন উপলক্ষে সবার সঙ্গে দেখা হবে—এ কারণেই আসা।’

ছোট বোন চিত্রনায়িকা চম্পা বলেন, ‘নতুন-পুরাতন যারাই নির্বাচন করছে, প্রত্যেকে আমার প্রিয়। সবাই মিলে যদি এগিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের শিল্পটাকে অনেক দূর নিতে পারতাম।’

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে এবার দুটি প্যানেল থেকে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। ইতিমধ্যেই নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স