জনপ্রিয় পপতারকা বিয়ন্সের মা টিনা নোলসের বাড়ি থেকে প্রায় ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা। তবে এদিন বাড়িতে ছিলেন না টিনা।
এ মুহূর্তে বিয়ন্সে, তার স্বামী জে-জেড এবং তাদের তিন সন্তান রেনেসাঁ সফরের জন্য কানাডায় রয়েছেন। 
জানা গেছে, চুরির সময় কেউ বাড়িতে না থাকায় কোনো দুষ্কৃতীদের দ্বারা আহত হননি বাড়ির কেউ। যদিও এ বাড়িতে কড়া নিরাপত্তা থাকার পরও কিভাবে চোর ঢুকল তা নিয়ে সংশয়ে পুলিশ। এছাড়া গত এপ্রিলে টিনা নোলসের বাড়ির চিঠির বাক্সে ঢিল ছোড়ার জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
টিনা নোলস পেশায় একজন পোশাকশিল্পী ও উদ্যোক্তা। চুরির ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। এছাড়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও।
এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
