দিন যত যাচ্ছে নিউইয়র্কে ডমেস্টিক ভায়োলেন্সের পরিমাণ ততই বাড়ছে। কোনোভাবেই এই ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না। বিভিন্ন কারণেই ডমেস্টিক ভায়োলেন্সের ঘটনা ঘটছে। ডমেস্টিক ভায়োলেন্সের শিকার মানুষকে সহায়তা দিতে কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মিলিন্ডা কার্টজের অফিস থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
মিলিন্ডা কার্টজ এক বার্তায় জানান, ডমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে কারও কোনো সহায়তা বা প্রশ্ন থাকলে তাদের অফিসে ফোন করতে পারেন। এই ফোন প্রতিদিন ২৪ ঘণ্টাই খোলা থাকে। যেকোনো সময় ফোন করে সেবা নেওয়া সম্ভব। তিনি আরও বলেছেন, ডমেস্টিক ভায়োলেন্সের শিকার ব্যক্তিরা একা নন। আমরা তাদের সহায়তার জন্য আছি। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের ডমেস্টিক ভায়োলেন্স অফিসের হেল্পলাইনের ফোন নম্বর হলো ৭১৮-২৮৬-৪৪১০। এ ছাড়া নিউইয়র্ক সিটির ডমেস্টিক ভায়োলেন্স হটলাইন সেন্টারেও (800-621-HOPE) ফোন করা যাবে। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এল্ডার অ্যাবিউস প্রজেক্টের মাধ্যমে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়া ব্যক্তিদের সহায়তা দিচ্ছে। যাদের বয়স ৬০ বছর কিংবা তার চেয়ে বেশি, এমন ব্যক্তিরাও কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে ফোন এবং ইমেইল করতে পারবেন। এই ফোন নম্বর ৭১৮-২৮৬-৬৫৬২। এ ছাড়া কেউ কল করতে না পারলে তিনি সেফহরাইজন.ওআরজি/সেফচ্যাট সাইটে গিয়ে চ্যাট করতে পারেন সোম থেকে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।


ঠিকানা রিপোর্ট


