Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ফেরদৌস-মৌসুমী শিল্পী সমিতির ভোট দিতে পারছেন না, কেন?

ফেরদৌস-মৌসুমী শিল্পী সমিতির ভোট দিতে পারছেন না, কেন? ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচন ১৯ এপ্রিল (শুক্রবার)। এবারের নির্বাচনে ২১ পদে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

এবার জানা গেল, এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং চিত্রনায়িকা মৌসুমী।
 
মূলত দেশের বাইরে থাকার কারণেই ভোট দিতে পারছেন না এই দুই তারকা।

জানা গেছে, বর্তমানে কানাডায় আছেন ফেরদৌস। সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে। আগামী ২০-২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ অতিথি হিসেবে থাকবেন তিনি। এ কারণেই শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না তিনি।
 
অন্যদিকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী জানিয়েছেন, তাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য মৌসুমী বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। এ বছরটা তাকে আমেরিকায় থাকতে হবে। দেশে না থাকার কারণে ভোট দিতে পারছেন না মৌসুমী।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হবে। দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। পরে ভোট গণনা শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স