বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউইয়র্ক মহানগর উত্তর, নিউইয়র্ক মহানগর দক্ষিণ এবং নিউইয়র্ক স্টেটের কাউন্সিল আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক তিনটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রতিটি কমিশনে চারজন করে নির্বাচন কমিশনার রয়েছেন। তারা নির্বাচনের আয়োজন করছেন। এ জন্য গণমাধ্যমে বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনাররা চাইছেন নিজ নিজ অবস্থান থেকে সফল সম্মেলন ও নির্বাচন পরিচালনা করতে।
নিউইয়র্ক মহানগর উত্তর, নিউইয়র্ক মহানগর দক্ষিণ এবং নিউইয়র্ক স্টেটের প্রতিটি কমিটির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি পদের স্টেট বিএনপি, মহানগর উত্তর ও দক্ষিণে ১০-১২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩৩ জন প্রার্থী হয়েছেন। প্রার্থীদের মধ্যে তিনটি কমিটির জন্য পাঁচজন করে মোট ১৫ জন নেতা নির্বাচিত হবেন। ১৫ জন নির্বাচিত হওয়ার পর তাদের তালিকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের কাছে লন্ডনে পাঠানো হবে। তিনি ওই কমিটিগুলো অনুমোদনের জন্য ঢাকায় কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন। এসব কমিটি ৪১ সদস্যবিশিষ্ট অথবা ১০১ সদস্যবিশিষ্ট হতে পারে। এটি নির্ভর করবে কেন্দ্রীয় কমিটির ওপর। আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা ছিল ৪১।
এ বিষয়ে নিউইয়র্ক মহানগর উত্তরের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নুরুল আমিন মিয়া পলাশ জানান, উত্তরের নির্বাচনের জন্য চার সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের আমি প্রধান নির্বাচন কমিশনার এবং জাফর তালুকদার, মোহাম্মদ বাচ্চু মিয়া ও এআর মাহবুবুল হক নির্বাচন কমিশনার। উত্তরে প্রার্থী হয়েছেন মোট ১২ জন। এর মধ্যে সভাপতি পদে আহবাব হোসেন চৌধুরী খোকন ও ইমরান শাহ রন, সিনিয়র সহসভাপতি পদে কাজী আমিনুল ইসলাম, এজেডএম জাহাঙ্গীর হোসাইন ও রেদওয়ানা রাজ্জাক। সাধারণ সম্পাদক প্রার্থী ফয়েজ আহমেদ চৌধুরী, সৈয়দ গৌছুল হোসেন ও কামরুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আনোয়ার জাহিদ ও মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহীন চৌধুরী ও মো. আনোয়ারুল আলম ভূঁঞা প্রার্থী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২১ এপ্রিল রোববার লাগোয়ার্ডিয়া ম্যারিট হোটেল লবিতে বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, উত্তরে মোট ভোটার ৪১ জন।
নিউইয়র্ক মহানগর দক্ষিণে নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এমলাক হোসেন ফয়সাল, নির্বাচন কমিশনার আরিফ চৌধুরী, মো. নাছির উদ্দিন ও জোহরা বেগম। প্রধান নির্বাচন কমিশনার এমলাক হোসেন ফয়সাল বলেন, ২১ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। আপাতত পাঁচটি পদে ভোট হবে। বাকি পদগুলো কেন্দ্র নির্বাচন করবে। সেগুলো সিলেকশনের মাধ্যমে হতে পারে। তবে পূর্ণাঙ্গ কমিটি ৪১ সদস্যবিশিষ্ট হবে নাকি ১০১ সদস্যবিশিষ্ট হবে, এটা এখনো আমরা বলতে পারব না। দক্ষিণে মোট ভোটার ৪১ জন। ভোট হবে লং আইল্যান্ড সিটির ফাইভস্টার ব্যাংকুইট হলে।
তিনি আরও জানান, দক্ষিণে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুজন। তারা হলেন হাবিবুর রহমান সেলিম রেজা ও মোহাম্মদ খলকুর রহমান। সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ রিপন মিয়া ও মোহাম্মদ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. বদিউল আলম ও ছাইদুর খান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মান্নান হোসোইন ও জিয়াউল হক মিশন, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন (মৃধা) ও নূরে আলম প্রার্থী হয়েছেন। নিউইয়র্ক স্টেট বিএনপির পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। স্টেট বিএনপির ভোটারও ৪১ জন কাউন্সিলর। ৫টি পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ১১ জন। চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্বে আছেন কাওছার আহমেদ, অন তিনজন কমিশনার হলেন মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, নীরা রাব্বানী এবং মাহবুবুর রহমান মুকুল।
নির্বাচনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে তিনজন সভাপতি প্রার্থী, এরমধ্যে রয়েছে মোঃ অলিউল্লাহ আতিকুর রহমান, আনোয়ার হোসেন ও রিয়াজ মাহমুদ, সিনিয়র সহসভাপতি প্রার্থী শহিদুল ইসলাম শিকদার, জসিম উদ্দিন ভিপি, সাধারণ সম্পাদক প্রার্থী সহিদুর রহমান সাঈদ, মোঃ মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আতিকুর রহমান, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রার্থী দুইজন, তারা হলেন মোঃ রইচ উদ্দিন এবং মিয়াউর রহমান মিলন।
প্রধান নির্বাচন কমিশনার কাউছার আহমেদ বলেন, আমরা ২১ এপ্রিল লাগোয়ের্ডিয়া প্লাজা হোটেলে কাউন্সিল করছি। সেখানে ভোট অনুষ্ঠিত হবে। ভোটে ৪১ জন ভোটার ভোট দিবেন। ভোট দেয়া শেষে আমরা প্রাপ্ত ফলাফল ঘোষণা করবো। বিজয়ীদের নাম আমরা কেন্দ্রে পাঠাবো। সেখান থেকে বিজীদের নামে গেজেট প্রকাশ হবে। তবে পূর্ণাঙ্গ কমিটি এখন কবে হবে বলতে পারছি না।
কাওছার আহমেদ বলেন, লাগোর্ডিয়ার প্লাজা হোটেলে হবে। ২১ এপ্রিল দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হবে। আর শেষ হবে বিকেল সাড়ে চারটায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নিউইয়র্ক স্টেট কমিটির আসন্ন নির্বাচনে আপনার ভোট আপনি দিন, যাকে খুশী তাকে দিন। তিনি বলেন, আমরা চাই ভোটাররা সবাই আসবেন এবং ভোট দিবেন।


ঠিকানা রিপোর্ট


