চাঁদপুরের মতলব উত্তরে চলছিল সালিশ বৈঠক। আর তাতে বিবাদমান একপক্ষের ঘুষিতে প্রাণ গেল সুরুজ আলী প্রধান (৬৪) নামে সাবেক এক ইউপি সদস্যের।
১৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্রামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তার দুই স্ত্রী থাকলেও কোনো সন্তান নেই।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত যুবক কবির হোসেনকে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে আশঙ্কাজনক অবস্থায় তার স্বজনরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মৃত্যুও ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য সুরুজ আলী প্রধান তার বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক করছিলেন। এসময় একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেনকে (৩১) সুরুজ আলী প্রধান শাসন করতে গিয়ে চড় থাপ্পড় দেন। এতে কবির হোসেন পাল্টা কিল ঘুষি দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে সুরুজ আলী প্রধান অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। যুবকের ঘুষিতে একজনের মৃত্যু।
এমন সংবাদ পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি। তবে অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে হত্যায় জড়িত যুবক কবির হোসেন গুরুতর আহত হওয়ায় পুলিশ প্রহরায় তার চিকিৎসা চলছে।
ঠিকানা/এএস