পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিসের ভাই আলি ইউনিসের সঙ্গে দেশটির নারী ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার আলিয়া রিয়াজের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার।
বর্তমান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম সহ অনেকেই ছিলেন বিয়ের অনুষ্ঠানে। যেখানে গতকাল শুক্রবার লাহোরের বারকি রোডের ফার্ম হাউসে এই বিয়ে হয়।
সাবেক ক্রিকেটারদের মধ্যে ছিলেন-রমিজ রাজা, ইনজামামুল হক, মোহাম্মদ ইউসুফ, মুশতাক আহমেদ, মিসবাহ উল হক, আজহার আলি, ইমরান নাজিরসহ ওয়াকারের সতীর্তদের অনেকেই ছিলেন বিয়েতে।
এছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে নিদা দার, আনাম আমিন, ইরাম জাভেদ, বিসমা মাহরুফ, সিদরা আমিন ছিলেন।
ওয়াকারের ভাই আলি ক্রিকেট কমেন্ট্রি করেন। পিএসএলে প্রাণবন্ত উপস্থাপনা করে সবার নজর কেড়েছেন আলি। আর আলিয়া রিয়াজ পাকিস্তান নারী ক্রিকেটের হয়ে ৬২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি খেলেছেন ৮৩ টি।
ঠিকানা/এএস