Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ছবি সংগৃহীত
নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় মাথা ফেটে আহতের তিন দিন পর বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাকির হোসেন খসরু (৭৬) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৭ এপ্রিল নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ-সংলগ্ন ১৬৮ স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত ৭ এপ্রিল রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ আক্রমণ করে খসরুকে গালমন্দ করে এক দুর্বৃত্ত। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে খসরু রাস্তায় কংক্রিটের ওপর পড়ে গেলে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। পরে অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি তার। হাসপাতালে লাইফ সাপোর্টে তিন দিন চিকিৎসার পর বুধবার মারা যান তিনি। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলির বরাত দিয়ে শেরপুর জেলা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর একটায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। খসরুর মরদেহ নিউজার্সির মার্লবরোতে শেরপুর জেলা সমিতির ক্রয় করা কবরে দাফন করা হবে। খসরুর স্ত্রী শামিমা শেরপুর জেলা সমিতির সাবেক উপদেষ্টা।

এ ঘটনায় ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ওই দুর্বৃত্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সঙ্গে দেখা করে এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ করবেন বলেও জানান তিনি।

জাকির হোসেন খসরু জামালপুর জেলা সদরের পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রয়াত মোহাম্মদ হুসেনের ছেলে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স