মাদারীপুরের শিবচরের নিলখীতে আড়িয়াল খাঁ নদের নদীশাসন কাজের ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় ডুবুরিদের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
১০ জুলাই সোমবার বিকালে উপজেলার নিলখী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের লোহাগড়ার লাহরিয়া ইউনিয়নের একারনলী এলাকার ইছা মিয়া, রংপুরের কাউনিয়া থানার শিবু দৌহফারি এলাকার মো. একরামুল হক এবং ভোলার দুলালহাটের আহম্মেদপুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন।
কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিবচরের নিলখী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ চলছে। নদীশাসন কাজে নিয়োজিত জেবা সিনথিয়া নামের একটি ড্রেজার মুন্না হাজীর মোড় সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পাড়ে নোঙর করে। এ সময় হঠাৎ করে ড্রেজারটি ডুবে যায়। ড্রেজারের ভেতরে তিনজন শ্রমিক ছিল। দরজা বন্ধ থাকায় তারা ভেতরে আটকে পড়ে।
তিনি আরও বলেন, খবর পেয়ে কলাতলা নৌ-পুলিশ ও নিলখী পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় বিকালে ড্রেজার থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন। দুর্ঘটনাকবলিত ড্রেজারটিতে পানি জমে ছিল, এ কারণে ড্রেজারটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
ড্রেজারটির অন্য একজন শ্রমিক মো. ফারুক হোসেন বলেন, ড্রেজারের ভেতর তিন শ্রমিককে রেখে আমি কালামৃধা বাজারে গিয়েছিলাম। তখন খবর পাই আমাদের ড্রেজারটি ডুবে গেছে। নদীর পাড়ে এসে দেখি ড্রেজারটি ডুবে গেছে। কাউকে ওঠানো সম্ভব হয়নি। পরে ডুবুরি এসে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। পাশের ড্রেজারের ধাক্কায় আমাদের ড্রেজারটি ডুবে গেছে বলে মনে হয়। এ ছাড়া অন্য কোনো কারণ দেখছি না।
ঠিকানা/এনআই