শোক ও শ্রদ্ধার বহমান গাম্ভীর্য
নড়বড়ে মেরুদণ্ডের চিনচিনে ব্যথায়।
নেমে আসে গাঙচিল নদীর লুণ্ঠনকৃত উজানবুকে
অসংখ্য হলুদ পাখা মেলে উড়ে যায় পতেঙ্গার লবঙ্গ ঈগল।
আমি তোমাকে শোক কিংবা শ্রদ্ধাপাঠ শেখাতে আসিনি
তোমার শৈশব ডুবে আছে গেরুয়া বনের কংক্রিট-হৃদয়ে
তাই বেয়াদব পুত্রের মতো জিহ্বা চাষ করে যায়
আগুন কিংবা পাথরবৃক্ষ
শ্রদ্ধার খুলি উড়ে যায় নব্য হায়েনার বুলেটে।
পাঁচ যুগ ধরে শোকের হালখাতা খুলে বসে আছি
দক্ষিণের মাধবীলতাÑজানালায় ঝুলিয়ে রেখেছি মূল্যবোধ
অথচ তুমি শ্রদ্ধার্ঘ্য ছিঁড়ে বেরিয়ে এলে
যেন বধ্যভূমির কোনো দুর্ধর্ষ লেডি-বাগ।